আসসালামু আলাইকুম। এই সাইট তান্ত্রিক শক্তিতে বিশ্বাসীদের জন্য উন্মুক্ত । এটা তন্ত্র - মন্ত্র ও দোয়া কালাম শক্তি জগতের ওয়েবসাইট।
বশীকরণ
মেয়েকে বশীভুত করার মন্ত্র
মন্ত্রঃ রাম লক্ষন সিতা, আয় আয় জোড়, লাগ চরনে বান্ধিয়া গাও, ধর আল্লাহর হাত পাও, মোর চরনে আল্লাহ মিলিয়া দাও। নিয়মঃ শনিবার অথবা মঙ্গলবা...
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১
ভূতের গোসল
এই গল্প পড়ে কেউ হার্টফেল করে মারা গেলে লেখক কোনভাবেই দায়ী নয় ।
যাহোক , গল্পটা শুরু করি । আমি যে ঘরে থাকি সেই ঘর থেকে মসজিদ এর দূরত্ব ২৫-৩০গজ । মসজিদ এর টিউবওয়েলের পাশেইঅনেক পুরাতন একটি নারকেল গাছ আছে। ঘরে শুয়ে থেকেই জানালা দিয়ে গাছটি এবংটিউবওয়েল স্পষ্ট দেখা যায় । চৈত্রগরমের রাত ০২:৩৫ মিঃ এ টিউবওয়েল ঠেলার চেচামেচি শব্দে ঘুম ভেঙ্গে যায় আমার । কিছুটা বিরক্ত মনে এতরাতে কে গোসলকরে দেখার জন্যজানালা দিয়ে উকি দিয়ে যা দেখলাম তাতে চক্ষু ছানাবড়া হয়ে গেল । মাটি থেকে এক হাত ভাসমান একটি কুচকুচে কালো লোক কাপড় ধুচ্ছে । ভয়ে আমার শরীরের লোমগুলো খাঁড়া হলো ।আমি স্পষ্টই মসজিদের বিদ্যুতের বাইরেরআলোতে লোকটার দিকে নিঃশ্বব্দে অপলক চেয়ে আছি । দেখছি আর ভাবছি আজ আমার রক্ষানেই ।প্রায় মিনিট ৫এক পর লোকটি এদিক ওদিক তাকিয়ে নারকেল গাছটার কাছে গিয়ে লিফ্ট এর মত শূণ্যে ভাসতে ভাসতে নারকেল গাছটি হাত দিয়ে না ধরেই তরতর করে উপরে উঠে গেল ।আর আমি ভয়েপ্রাকতি ক কাজটি বিছানাতেই সেরে ফেললাম । পরে বাকীরাত গায়েমুখেকাঁথা দিয়েও ভয়ের চোটে আর ঘুমাতেপারিনি এবং জানালাও বন্ধ করতে পারি নাই । ভাগ্যিস অজ্ঞান হয়নি ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন