বশীকরণ

মেয়েকে বশীভুত করার মন্ত্র

মন্ত্রঃ রাম লক্ষন সিতা, আয় আয় জোড়, লাগ চরনে বান্ধিয়া গাও, ধর আল্লাহর হাত পাও, মোর চরনে আল্লাহ মিলিয়া দাও। নিয়মঃ শনিবার অথবা মঙ্গলবা...

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১

ভূতের কবলে

ভূতের কবলেঃ এইতো ৮-১০ মাস আগের কথা । আমি পড়েছিলাম ভুতের কবলে । কিন্তু কিভাবে? সেই ঘটনাই বলবো এখন । তার আগে কিছু কথা বলতে হবে ঘটনাটা বোঝার খাতিরে । আমাদের এলাকার এমপি একটি কবরস্থান বানিয়েছেন বেওয়ারিশ লাশের সত্‍কার করার জন্য । সেটি আমাদের বাড়ী থেকে দঃক্ষিন দিকে আঙরার বিলের উপর । আমাদের এমপি সাহেব প্রায় পাঁচ ছয় একর জমির উপর এটি নির্মান করেছেন । আমরা তার এই কাজকে স্বাধুবাদ জানাই । আরে ধুর! আমি কি'না পল্টন ময়দানে ভাষন দিচ্ছি । তো সেই কবরস্থানের পাশেই আমাদের জমি । প্রতিবছরসেই জমিতে বোরোধান লাগাই । আমাদের এদিকে এই বোরো ধানকে ইরি বলে । আমাদের এলাকাটি কাঠালমাটি মানে লালমাটিই বেশী । আর তাই প্রতাদিনই জমিতে পানি সেচদিতে হয় । আর এজন্য শ্যালোমেশিন সেচপাম্প কে পানি সেচের অন্যাতম মাধ্যম হিসেবে নেয়া হয় । কারন আমাদের জমির কাছাকাছি বিদ্যুতের লাইন মানে খুটিনাই । তাই এ ব্যবস্থাকেই বেছে নেয়া হয়েছে । যাহোক, আমরা একটি ছৈ বা তাবু তুলে সেখানে থাকার ব্যবস্থা করি ।যেখানে ঐ আলগা ঘরটি করা হয়েছেতার ঠিক ১ হাত পূর্ব পাশেই ৩০টির ও বেশী লাইন করা কবর । আমাদের ছৈ এর পাশেই যে কবরটিসেটি একটি ফাসিতে মরা এক মহীলার । আর ঐ ছৈ এর মধ্যে আমি আর এক পড়শী (আমার বয়সী) দুজন থাকি । আমি বিবাহিত আরও অবিবাহিত । যাহোক , অনেকক্ষন বকবক করলাম আসল কথা বলাই হয়নি । প্রতিদিনের ন্যায় আমরা দুজনে মিলে রাত৯টায় শোবার জন্য গেলাম । আমার ঐদিন ঘুম আসছিলনা কেনজানি ছটফট লাগছিল ।মোবাইলের ঘড়িতে দেখি ১২টা বাজে আর পাশের জন ঘুমে বিভোর । বাড়ীতেবউয়ের কাছে ফোনদিয়ে বললাম আমিআসছি খারাপ লাগছে খুব । তাই চলে এলাম......। ঠান্ডা বেশী তাই সকালে মেশিন স্টার্ট দিয়ে গোসল করবোবলে লুঙ্গিটা নিয়ে ফিরে এলামমেশিনঘরে । একদম চাদর মুড়িদিয়ে শুয়ে পড়লাম । তবুও ঘুম আসেনা । কি করি মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজ করা শুরু করলাম । রাত ২টা ৩০ মিঃ হুড়মুড় করে ছৈসহ আমাকে কে যেন ঠেসে ধরলো । আমিতো চোখেমুখে লেপ গায়ে দিয়ে উপর হয়ে শুয়ে ছিলাম। দম বন্ধ হয়ে আসছে । আমি মরে যাচ্ছি নিশ্চিত! ঠেসে ধরার মাত্রা আরও বেড়ে গেল । কতঃক্ষন এভাবে কাটলো জানিনা ।আমি অনেক চেষ্টা করছি নিঃশ্বাসটা ফ্রি করতে । কিন্তু যত চেষ্টা ততো বিফল । অবশেষে মনে হলো মরেই তো যাচ্ছি একটুদোয়া কালাম পড়েনিই । আয়াতুল কুরছী পড়তে চাচ্ছি কিন্তু মনে করতে পারছিনা । কি সাংঘাতিক বিপদ অবশেষে লা হাওলা ওয়ালা কুয়্য়াতা....... পড়ার সাথেই নিশ্বাস পাতলা হলো, ছৈ উপরে উঠে গেল, আমিও মনে হয় বেচে গেলাম ।লক্ষ করলাম ছৈ যেমন ছিল তেমনি আছে । পাশের জনকে ডেকে তুললাম সেকিছু বুঝেছে কিনা ? তার ভাব দেখে বুঝলাম সেকিছু টের পায়নি।তাই রাতে ওকে আর কিছু বললাম না । বললাম পেসাব করবো বাইরে চলো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন