আসসালামু আলাইকুম। এই সাইট তান্ত্রিক শক্তিতে বিশ্বাসীদের জন্য উন্মুক্ত । এটা তন্ত্র - মন্ত্র ও দোয়া কালাম শক্তি জগতের ওয়েবসাইট।
বশীকরণ
মেয়েকে বশীভুত করার মন্ত্র
মন্ত্রঃ রাম লক্ষন সিতা, আয় আয় জোড়, লাগ চরনে বান্ধিয়া গাও, ধর আল্লাহর হাত পাও, মোর চরনে আল্লাহ মিলিয়া দাও। নিয়মঃ শনিবার অথবা মঙ্গলবা...
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১
কবিতা আমার গাঁ
“সাঁঝের বেলা বাড়ী ফেরা
ব্যস্ত ধরার স’বি,
নীল গগনও ব্যস্ত হয়ে
আকে তারার ছবি।
“মিষ্টি আলোয় জোস্না হাসে
হাসে কোটি তারা,
শালিক পাখির গানে গানে
রাত হয়ে যায় সারা।
“ভোর বিহানে হাজার পাখির
কন্ঠে মধুর গান,
কিচির মিচির শব্দে রে ভাই
জুড়ায় মন ও প্রান।
সকাল হলেই কৃষক কাঁধে
লাঙ্গল নিয়ে যায়,
হাজার কাজে নানান সাজে
দিনটা কেটে যায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন